Cancellation of July-2024 NAT-Test
প্রিয় পরীক্ষার্থী,
ন্যাট-টেস্ট-ঢাকা সেন্টার অত্যন্ত দু:খের সাথে জানাচ্ছে যে, অনিবার্য কারণবশত জুলাই-২০২৪ ন্যাট-টেস্ট (যেটি ২৪ জুলাই, ২০২৪ নির্ধারিত ছিল) বাতিল করা হল। ঢাকা সেন্টার নির্ধারিত ২০ জুলাই, ২০২৪ এর পরবর্তীতে ২৭ জুলাই, ২০২৪ ও তার পরবর্তীতে ৩ আগস্ট, ২০২৪ তারিখে পুন:নির্ধারণ করতে চেয়েও সেটা সম্ভব হয়নি। ঢাকা টেস্ট সেন্টারের সক্ষমতা ও পরীক্ষা গ্রহণের সার্বিক প্রস্তুতি থাকা সত্ত্বেও গণপ্রজাতন্ত্রী বাংলাদের সরকারের সরকারী সিদ্ধান্ত মোতাবেক ও পরীক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা বিবেচনায় জুলাই-২০২৪ পরীক্ষাটি গ্রহণ সম্ভব হবে না।
পরীক্ষার্থীবৃন্দের অসুবিধার জন্য আমরা দু:খ প্রকাশ করছি।
বাতিল হওয়া জুলাই-২০২৪ ন্যাট-টেস্ট এর পরীক্ষার্থীবৃন্দের করণীয়:
সকল পরীক্ষার্থীর নিকট আগামী ১ আগস্ট, ২০২৪ একটি অনলাইন লিংক ইমেইল করা হবে। এই লিংকে পরীক্ষার্থীবৃন্দকে দুইটি অপশন প্রদান করা হবে। প্রত্যেক পরীক্ষার্থী নির্ধারিত তারিখের মধ্যে অনলাইন ফর্ম টি পূরণ করে দুইটি অপশনের একটি গ্রহণ করবেন। অপশন দুইটি এখানে বিস্তারিত বলা হল।
১. পরীক্ষার্থী চাইলে আগামী ১৪ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে অনুষ্ঠিতব্য ন্যাট-টেস্টে রেজিস্ট্রেশন ট্রান্সফার করতে পারবেন। যদি কোন পরীক্ষার্থী জুলাই এর রেজিস্ট্রেশন দিয়ে সেপ্টেম্বর টেস্টে অংশগ্রহণ করতে চান, এক্ষেত্রে জুলাই-২০২৪ টেস্টের জন্য করা পেমেন্ট সেপ্টেম্বর-২০২৪ টেস্টের জন্য অটো ট্রান্সফার হয়ে যাবে।
২. পরীক্ষার্থী রেজিস্ট্রেশন ফি রিফান্ড (ফেরৎ) নিতে পারবেন, যদি কোন পরীক্ষার্থী জুলাই-২০২৪ এর রেজিস্ট্রেশন দিয়ে সেপ্টেম্বর-২০২৪ টেস্টে অংশগ্রহণ করতে না চান। পরিস্থিতি স্বাভাবিক হলে এই ফি ফেরৎ দেওয়া হবে। ফি ফেরৎ নেওয়ার বিস্তারিত প্রক্রিয়া আগামী ১ আগস্ট, ২০২৪ তারিখের ইমেইলে বিস্তারিত জানানো হবে।
পরীক্ষার্থীবৃন্দ এই দুইটি অপশনের যেকোন একটি অপশন গ্রহণ করতে পারবেন। আবারও জানানো যাচ্ছে যে, আগামী ১ আগস্ট, ২০২৪ তারিখে একটি অনলাইন লিংক ইমেইল করা হবে, যেখানে পরীক্ষার্থীবৃন্দ এই দুইটি অপশনের যেকোন একটি অপশন পছন্দ করবেন।
সকলের সামগ্রিক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দু:খিত।
ধন্যবাদ।