Certificate and Score Sheet
সার্টিফিকেট ও স্কোর-শিট কখন পাওয়া যাবে:
সাধারণত, পরীক্ষা শেষ হওয়ার ৪-৬ সপ্তাহ বা তার চেয়েও কম সময়ে স্কোরশিট ও সার্টিফিকেট জাপান থেকে আন্তর্জাতিক কুরিয়ারের মাধ্যমে ঢাকা টেস্ট সেন্টারে পৌছায়। বাংলাদেশ কাস্টমসের সকল প্রক্রিয়া সম্পন্ন করে ডকুমেন্টস ঢাকা টেস্ট সেন্টার তথা গ্রিন ইউনিভার্সিটিতে পৌছানোর পরদিনই বিতরণ শুরু হয়। এই বিষয়টি বিবেচনা করে পর্যাপ্ত সময় হাতে রেখে এম্বেসি বা স্কুলের সাথে সাক্ষাৎকারের সময় নির্ধারণ করতে পরীক্ষার্থীদের অনুরোধ জানানো যাচ্ছে।
সার্টিফিকেট ও স্কোরশিট সংগ্রহ করার পলিসি নিম্নরূপ:
১. এ্যাডমিশন টিকেট (এ্যাডমিট কার্ড) এর ফটোকপি ও জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের ফটোকপি পরীক্ষার্থীকে জমা দেওয়ার জন্য সশরীরে নিয়ে এসে যথাযথ স্বাক্ষর করে সার্টিফিকেট ও স্কোর-শিট গ্রহণ করতে হবে। এই ডকুমেন্টস ব্যতীত কোন অবস্থাতেই সার্টিফিকেট ও স্কোর-শিট দেওয়া সম্ভব হবে না।
২. জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস পরীক্ষার্থীকে নিজ দায়িত্বে ফটোকপি করে নিয়ে আসতে হবে। বিতরণের স্থানে ন্যাট-টেস্ট কতৃপক্ষের পক্ষ থেকে কোন ফটোকপি বা প্রিন্টের ব্যবস্থা করা হবে না।
৩. শুধুমাত্র জরুরি (মেডিকেল ও যৌক্তিক ডকুমেন্ট সমৃদ্ধ) কারণ ব্যতীত কোন বাহক সার্টিফিকেট ও স্কোর-শিট গ্রহণ করতে পারবেন না। মেডিকেল ও ডকুমেন্ট সমৃদ্ধ অন্য কোন কারণে পরীক্ষার্থী সশরীরে উপস্থিত হতে না পারলে শুধুমাত্র ও একমাত্র রক্ত-সম্পর্কীয় ব্যক্তি (বাবা-মা, আপন ভাই-বোন, সন্তান) যথাযথ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও পরীক্ষার্থী কতৃক প্রদত্ত ক্ষমতা অর্পণপত্র (অথোরাইজেশন লেটার) জমা দিয়ে (বা পরীক্ষার্থী কতৃক তাঁর রেজিস্টার্ড ইমেইল এ্যাড্রেস ব্যবহার করে মেইল করে) সার্টিফিকেট ও স্কোর-শিট সংগ্রহ করতে পারবেন।
৪. সার্টিফিকেট ও স্কোর-শিট এর কোন সফট কপি ইমেইল বা অন্য কোন ইলেক্ট্রোনিক মাধ্যমে প্রেরণ করা হয় না।
৫. গ্রিন ইউনিভার্সিটির সাপ্তাহিক ছুটির দিন বৃহস্পতিবার ও শুক্রবার, যে কোন সরকারী ছুটির দিন, এবং প্রতিটি ন্যাট-টেস্ট অনুষ্ঠিত হওয়ার দিন সার্টিফিকেট ও স্কোরশিট বিতরণ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। উল্লেখিত দিনগুলোতে সার্টিফিকেট ও স্কোরশিট সংগ্রহ করার উদ্দ্যেশ্যে ঢাকা ন্যাট-টেস্ট সেন্টার অফিসে না আসতে পরীক্ষার্থীবৃন্দের বিশেষ দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।