NAT-TEST Online Registration


**Registration deadline for September test: August 23, 2024; 04:00 PM

নিবন্ধন নীতিমালা (Registration Policies)

  • ১. ঢাকা সেন্টারে রেজিস্ট্রেশনের তথ্যসমূহ অবশ্যই জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বা জন্ম-নিবন্ধন কপি অনুসারে হতে হবে। (The information of registration at Dhaka Center must be according to the applicant’s National ID, Passport or Birth Registration)

২. পরীক্ষার্থী সরকার প্রদত্ত যে আইডি (জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বা জন্ম-নিবন্ধন) তথ্য দিয়ে আবেদন করবেন, সেই আইডি’র মূল কপি পরীক্ষার দিন পরীক্ষার কক্ষে ভেরিফিকেশনের জন্য অবশ্যই সাথে রাখতে হবে। কোন পরীক্ষার্থী পরীক্ষার কক্ষে যথাযথ আইডি’র মূল কপি রাখতে ব্যার্থ হলে পরীক্ষার জন্য অযোগ্য এবং “অনুপস্থিত” বলে রিপোর্টেড হবেন। (Examinee must bring the government-issued original ID used for application information (NID/Passport/Birth Registration) in test center for verification. If any examinee fails to keep original copy of ID (NID/Passport/Birth Registration) in the test room, he/she will be reported as disqualified and “absentee” for the test.)

৪. টেস্ট-এর দিনের পর শুধুমাত্র নামের বানানে সর্বোচ্চ দুইটি অক্ষর ও জন্মতারিখের শুধু ডিজিট বা শুধু মাস পরিবর্তন করা যাবে। টেস্ট-এর দিনের পর কোন অবস্থাতেই ছবি পরিবর্তন করা যাবে না। টেস্ট-এর দিনের পরের কারেকশনের জন্য টেস্ট ফি-এর ৫০% (২০০০/- টাকা) সার্ভিস ফি প্রদান করতে হবে। সার্ভিস ফি ও প্রয়োজনীয় মূল আইডি-সহ পরীক্ষার্থীকে স্বশরীরে ন্যাট-টেস্ট, ঢাকা অফিসে এসে কারেকশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই কারেকশন শুধু Institutional Report এর জন্য প্রযোজ্য হবে। বিস্তারিত জানতে ঢাকা সেন্টারে ইমেইল করতে হবে। (After Test Day, one or two letters of NAME and Date and Month of BIRTHDATE will be corrected. PICTURE will not be anyway changed after the test day. After the test day, 50% of test fee (BDT 2000/-) will be charged as service fee for correction. The examinee must reach physically to the Office of Dhaka Center with service fee and necessary valid ID documents for completing correction process. The correction after test day will be applicable only for “Institutional Report”. For details, the examinee is suggested to email the Dhaka Center. )

৫. আবেদনের সময়ে ভুল ফোন নাম্বার বা ভুল ইমেইল এ্যাড্রেস প্রদানের কারনে পরীক্ষার্থী কোন আপডেট না পেলে এর দায়িত্ব আবেদনকারীকেই নিতে হবে, ন্যাট-টেস্ট কতৃপক্ষ দায়ী থাকবে না। (If any examinee fails to receive the updates of test due to providing wrong phone number and wrong email, the applicant will be responsible for it, and Dhaka Center will not acknowledge any compensation for it.)


আমি নীতিমালা পড়েছি ও বুঝেছি, এবং আমি আবেদন করতে চাই। (I have read and understood the policies, and i want to proceed for applying.)