Policy for Bringing Valid Govt. ID in Test Room

প্রত্যেক পরীক্ষার্থীকে পরীক্ষার কক্ষে আবেদনের সময়ে ব্যবহারিত জাতীয় পরিচয়পত্র (NID), পাসপোর্ট অথবা জন্ম-নিবন্ধন নিয়ে আসতে হবে। পরীক্ষার কক্ষে তথ্য ভেরিফিকেশন করা হবে। কোন পরীক্ষার্থী যদি ডকুমেন্ট আনতে ব্যার্থ হন, তাহলে তিনি ”অনুপস্থিত” হিসেবে বিবেচিত হবেন। সফট-কপি কোন অবস্থাতেই গ্রহণযোগ্য হবে না।

আইডি না আনলে করণীয়:

কোন পরীক্ষার্থী যদি ডকুমেন্ট আনতে ব্যার্থ হন, তাহলে তিনি যথারীতি টেস্ট-এ অংশগ্রহণ করবেন এবং কক্ষ পরিদর্শক সেই পরীক্ষার্থীকে “অনুপস্থিত” হিসেবে রিপোর্ট করবেন। পরীক্ষার্থীকে ঢাকা ন্যাট-টেস্ট সেন্টারের পরবর্তী কর্মদিবসে অবশ্যই সশরীরে উপস্থিত হয়ে যথাযথ আইডি প্রদর্শন করে “অনুপস্থিত” রিপোর্ট পরিবর্তন করিয়ে “উপস্থিতি” নিশ্চিত করাতে হবে। এটি সম্পন্ন করানোর দায়িত্ব সম্পূর্ণভাবে পরীক্ষার্থীর, এবং কোন কারনে  টেস্ট-এর পরবর্তী কর্মদিবসে আইডি দেখাতে ব্যার্থ হলে পরীক্ষার্থী চূড়ান্তভাবে “অনুপস্থিত” হিসেবে বিবেচিত হবেন।