Test Venue

December NAT-TEST, 2024


ভেন্যু-২ (শুধুমাত্র N-5)

নামসাউথ পয়েন্ট স্কুলেএন্ড কলেজ, বারিধারা ক্যাম্পাস, বারিধারা জে-ব্লক, ঢাকা।

বিস্তারিতবারিধারা জে-ব্লক, প্রগতি সরণি।  ঢাকায় সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের অনেকগুলি শাখা রয়েছে, শুধুমাত্র বারিধারা ক্যাম্পাসেই ন্যাট-টেস্ট অনুষ্ঠিত হবে। বারিধারা জে-ব্লক শাখা ব্যতীত স্কুলটির অন্য কোন শাখায় যদি কোন পরীক্ষার্থী ভুল করে চলে যান, তাহলে তার জন্য কতৃপক্ষ দায়ী থাকবে না। এই ভেন্যুতে আসা যাওয়ার জন্য গ্রিন ইউনিভার্সিটির পক্ষ থেকে কোন বাস সার্ভিস প্রদান করা হবে না।

 

রেজিস্ট্রেশন নাম্বার রেঞ্জ:

N5: 24120047451814–24120047453513 (08:30 AM)

 

Transportation System: Buses towards Baridhara through Pragati Sarani, Dhaka.

 

 

ভেন্যু-১

Venue Name: গ্রিন ইউনিভার্সিটি, পূর্বাচল আমেরিকান সিটি, কাঞ্চন, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।

 

রেজিস্ট্রেশন নাম্বার রেঞ্জ:

Morning Shift

N5: 24120047450001—24120047451813 (08:30 AM)

N-3: 24120047430001 — 24120047430010 (08:30 AM)

 

Afternoon Shift

N4: 24120047440001— 24120047450105 (01:00 PM)

N2: 24120047420001-24120047420003 (01:00 PM)

 

Location: Purbachal American City, Rupganj, Narayanganj.


Transportation System-

ভেন্যু- ১ যাতায়াতের বিস্তারিত তথ্য

গ্রিন ইউনিভার্সিটি বাস সার্ভিস: পরীক্ষার্থীদের সুবিধার ব্যপারটি বিবেচনা করে শুধুমাত্র একটি রুটে গ্রিন ইউনিভার্সিটির নিজস্ব বাস চালু থাকবে। এই বাস ব্যবহারের জন্য কোন ভাড়া দিতে হবে না। বাসগুলি কুড়িল বিশ্বরোড বিআরটিসি কাউন্টার-এর পাশে থেকে ছাড়বে। সকাল ০৭:০০, ০৭:১৫, ০৭:৩০ ও সর্বশেষ ০৮:০০ টায় বাস গুলো শুধুমাত্র ও একমাত্র কুড়িল বিশ্বরোড বিআরটিসি কাউন্টার থেকে ছেড়ে গ্রিন ইউনিভার্সিটি ক্যাম্পাসে আসবে।

যারা অন্য রুট দিয়ে আসতে চান বা পাবলিক বাসে আসতে চান, তাঁদের জন্য গণপরিবহন শিডিউল নীচে দেওয়া হল।

Transportation System-: কুড়িল বিশ্বরোড বিআরটিসি বাস কাউন্টার থেকে গাউছিয়াগামী বিআরটিসি বাসের মাধ্যমে কাঞ্চন ব্রিজ পার হয়েচরপাড়ানামতে হবে। বাসেগ্রিন ইউনিভার্সিটিবললেই হবে।

Transportation System-2: গুলিস্তানযাত্রাবাড়ী হয়ে গাউছিয়াগামী রুটের গ্লোরি বাসে চড়ে গাউছিয়া নামতে হবে। তারপর গাউছিয়া থেকে বিআরটিসি বাসে গ্রিন ইউনিভার্সিটি ১০ মিনিটের পথ।

Transportation System-3: চিটাগাং রোডসাইনবোর্ডশনিরআখড়া থেকে গাউছিয়াগামী রুটের মুক্তিযোদ্ধা, মেখলা অথবা অন্য বাসে চড়ে গাউছিয়া নামতে হবে। তারপর গাউছিয়া থেকে বিআরটিসি বাসে গ্রিন ইউনিভার্সিটি ১০ মিনিটের পথ।