Bringing ID in Exam Room
প্রত্যেক পরীক্ষার্থীকে পরীক্ষার কক্ষে আবেদনের সময়ে ব্যবহারিত জাতীয় পরিচয়পত্র (NID), পাসপোর্ট অথবা জন্ম-নিবন্ধনের মূলকপি নিয়ে আসতে হবে। পরীক্ষার কক্ষে তথ্য ভেরিফিকেশন করা হবে। কোন পরীক্ষার্থী যদি ডকুমেন্ট এর মূল কপি আনতে ব্যার্থ হন, তাহলে তাঁর পরীক্ষা বাতিল বলে গণ্য হবে, এবং তিনি ”অনুপস্থিত” হিসেবে বিবেচিত হবেন। অবশ্যই অবশ্যই মূল কপি নিয়ে আসতে হবে। ফটোকপি, বা সফটকপি কোন অবস্থাতেই গ্রহণযোগ্য হবে না।