Certificate and Score Sheet
মে-২০২৪ ন্যাট–টেস্ট–এর সার্টিফিকেট ও স্কোরশিট বিতরণ প্রসঙ্গে
আগামী ১০ জুন, ২০২৪ (সোমবার) থেকে ১৩ জুন, ২০২৪ (বৃহস্পতিবার) পর্যন্ত গত ১৮ মে, ২০২৪ অনুষ্ঠিত ন্যাট-টেস্ট এর সার্টিফিকেট ও মার্কশিট বিতরণ শুরু হবে। দয়া করে নির্ধারিত দিনগুলোতে সুনির্দিষ্ট সময়ে নির্ধারিত রেজিস্ট্রেশনের পরীক্ষার্থীগণ ডকুমেন্ট গ্রহণ করবেন।
শিডিউল:
১. ১০ জুন, ২০২৪ ((সোমবার): (ID 24050047450001-24050047450500) (ID 24050047440001-24050047440040)
সকাল ০৯:০০টা -বিকাল ০৩:৩০ টা (এ্যাডমিন বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর, গ্রিন ইউনিভার্সিটি পারমানেন্ট ক্যাম্পাস, পূর্বাচল আমেরিকান সিটি, কাঞ্চন 1460, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ)।
২. ১১ জুন, ২০২৪ (মঙ্গলবার): (ID 24050047450501-24050047451000) (ID 24050047440041-24050047440080)
সকাল ০৯:০০টা -বিকাল ০৩:৩০ টা (এ্যাডমিন বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর, গ্রিন ইউনিভার্সিটি পারমানেন্ট ক্যাম্পাস, পূর্বাচল আমেরিকান সিটি, কাঞ্চন 1460, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ)। ।
৩. ১২ জুন, ২০২৪ (বুধবার): (ID 24050047451001-24050047451500) (ID 24050047440081-24050047440116)
সকাল ০৯:০০টা -বিকাল ০৩:৩০ টা (এ্যাডমিন বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর, গ্রিন ইউনিভার্সিটি পারমানেন্ট ক্যাম্পাস, পূর্বাচল আমেরিকান সিটি, কাঞ্চন 1460, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ)। ।
৪. ১৩ জুন, ২০২৪ (বৃহস্পতিবার): (ID 24050047451501-24050047452258) (N5 যারা বাকি থাকবে সবার) (N4 যারা বাকি থাকবে সবার)
সকাল ০৯:০০টা -বিকাল ০৩:৩০ টা (এ্যাডমিন বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর, গ্রিন ইউনিভার্সিটি পারমানেন্ট ক্যাম্পাস, পূর্বাচল আমেরিকান সিটি, কাঞ্চন 1460, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ)।
সার্টিফিকেট ও স্কোর-শিট পেতে যে ডকুমেন্টস লাগবে:
১. এ্যাডমিশন টিকেট(এ্যাডমিট কার্ড) এর ফটোকপি ও জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের ফটোকপি পরীক্ষার্থীকে জমা দেওয়ার জন্য নিয়ে স্বশরীরে এসে যথাযথ স্বাক্ষর করে সার্টিফিকেট ও স্কোর-শিট গ্রহণ করতে হবে। এই ডকুমেন্টস ব্যতীত কোন অবস্থাতেই সার্টিফিকেট ও স্কোর-শিট দেওয়া সম্ভব হবে না।
২. জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস পরীক্ষার্থীকে নিজ দায়িত্বে ফটোকপি করে নিয়ে আসতে হবে। বিতরণের স্থানে ন্যাট-টেস্ট কতৃপক্ষের পক্ষ থেকে কোন ফটোকপি বা প্রিন্টের ব্যবস্থা করা হবে না।
৩. শুধুমাত্র জরুরি (মেডিকেল ও যৌক্তিক ডকুমেন্ট সমৃদ্ধ) কারণ ব্যতীত কোন বাহক সার্টিফিকেট ও স্কোর-শিট গ্রহণ করতে পারবেন না। মেডিকেল ও ডকুমেন্ট সমৃদ্ধ অন্য কোন কারণে পরীক্ষার্থী সশরীরে উপস্থিত হতে না পারলে শুধুমাত্র ও একমাত্র রক্ত-সম্পর্কীয় ব্যক্তি (বাবা-মা, আপন ভাই-বোন, সন্তান) যথাযথ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও পরীক্ষার্থী কতৃক প্রদত্ত ক্ষমতা অর্পণপত্র (অথোরাইজেশন লেটার) জমা দিয়ে সার্টিফিকেট ও স্কোর-শিট সংগ্রহ করতে পারবেন।
৪. সার্টিফিকেট ও স্কোর-শিট এর কোন সফট কপি ইমেইল বা অন্য কোন ইলেক্ট্রোনিক মাধ্যমে প্রেরণ করা হয় না।
বিঃ দ্র: ১৫ জুন ,২০২৪ (শনিবার) থেকে ২৩ জুন (রবিবার) গ্রিন ইউনিভার্সিটি ঈদের ছুটির কারণে সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। ন্যাট-টেস্ট অফিস ও ফোন নাম্বার বন্ধ থাকবে।