- ১. ছবি পাসপোর্ট সাইজের হতে হবে।
২. ছবি রিসাইজ করতে গিয়ে কোনো অবস্থাতেই টেনেটুনে ছবির সাইজ ঠিক করবেন না ও ঝাপসা ছবি দিবেন না।
৪. ছবি থেকে ছবি প্রদান করলে কোনো বর্ডার রাখা যাবে না। বর্ডার এডিট করে দিতে হবে।
৫. কান ও মুখ পরিষ্কার দৃশ্যমান হতে হবে।
৬. বাজে কোয়ালিটির ছবির জন্য কোন আবেদনকারী রেজিস্ট্রেশন বাতিল হলে কর্তৃপক্ষ দ্বায়ী থাকবে না।
SAMPLE BAD PICTURE
SAMPLE BAD PICTURE
SAMPLE GOOD PICTURE
SAMPLE GOOD PICTURE
BAD BORDER
BAD BORDER
Invalid Image Format! Image Format Must Be JPG, JPEG, PNG or GIF.
Maximum File Size Limit is 1MB.
Image must be 531 X 650 pixel (width X height)
Invalid Format! Must Be Image or PDF.
আমি নাম, জন্মতারিখ, ছবি, ফোন নাম্বার ও ইমেইল এ্যাড্রেস সঠিকভাবে প্রদান করেছি ও পুনরায় যাচাই করেছি । আমি জানি যে নাম, জন্মতারিখ বা ছবির ভুলের জন্য ৫০০/- সার্ভিস ফি দিয়ে ন্যাট-টেস্ট ঢাকা অফিসে স্বশরীরে গিয়ে সংশোধন করতে হবে। আমি জানি যে, আবেদনের সময়ে ব্যবহারিত আইডি (NID/পাসপোর্ট/জন্ম-নিবন্ধন) এর মূলকপি পরীক্ষার কক্ষে অবশ্যই নিয়ে আসতে হবে। (I have provided right NAME Selling, Birth Date, Picture, Phone Number, and Email Address, and I cross-checked them. I know that I have to pay BDT 500/- service charge for NAME, Birth Date and picture correction reaching the office of Dhaka Center physically.)